ফিলিপিন্সে টাইফুন ভ্যামকোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
ফিলিপিন্সের পর ঘুর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে ভিয়েতনামের দিকে। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এটি ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক টাইফুন ভ্যামকোকে একটি শক্তিশালী টাইফুন হিসেবে আখ্যায়িত করেছেন। একইসাথে দেশটির উপকূলীয় অঞ্চল থেকে প্রায় পাঁচ লাখ মানুষে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নিকটবর্তী মালিনাও উপকূলে আঘাত হানে শক্তিশালী টাইফুন ভ্যামকো। উপকূলে আঘাত হানার পর এটি কিছুটা দুর্বল হয়ে রাজধানী ম্যানিলা অতিক্রম করে। টাইফুনের প্রভাবে রাজধানীর নিকটবর্তী মারিকিনা সিটি ও আশাপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এইচএমএস/