ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্ত পেরিয়ে চীনের গ্রাম তৈরির খবর উড়িয়ে দিল ভুটান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
সীমান্ত পেরিয়ে চীনের গ্রাম তৈরির খবর উড়িয়ে দিল ভুটান কথিত সেই গ্রাম

ভুটানের ভূখণ্ডের অভ্যন্তরে চীনের একটি গ্রাম স্থাপনের খবর প্রত্যাখ্যান করেছেন ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেস্তপ নামগিয়াল।

ভুটানের রাষ্ট্রদূত সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ভুটানের অভ্যন্তরে কোনো চীনা গ্রাম নেই।

গত বৃহস্পতিবার ভারতের কয়েকটি সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে দাবি করা হয়, চীন সরকার সীমান্ত পেরিয়ে ভুটানের অভ্যন্তরে প্যাংদা নামে একটি গ্রাম স্থাপন করেছে।

সেই সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত।

চীনের সংবাদমাধ্যম সিটিজিএন এর সাংবাদিক শেন শিউই টুইটে ভুটানি ভূখণ্ডে প্যাংদা নামে চীনের একটি গ্রাম তৈরির কথা বলেন। কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি। তার সেই টুইটকে ভিত্তি করে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।