ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উলফার সদস্যরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
উলফার সদস্যরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল পাকিস্তানে

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার সাত সদস্যের একটি দল পাকিস্তানে অস্ত্র চালানোর ও জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।

সাত সদস্যের এই দলের নেতৃত্ব দেন উলফার ডেপুটি কমাণ্ডার-ইন-চিফ দৃষ্টি রাজখোরা।

দলটি সম্প্রতি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, দৃষ্টি রাজখোরা এবং উলফা’র এই দলের অন্যান্য সদস্যরা ২০০৫ সালে আফগানিস্তান সীমান্তে পেশোয়ারের একটি জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলেন।

তিনি জানান, পাকিস্তানি এজেন্সিগুলি এই সাত সদস্যের গ্রুপের জন্য ভুয়া পাসপোর্টের ব্যবস্থা করেছিল। দৃষ্টি রাজখোরার পাসপোর্টে শিলংয়ের অজ্ঞাত পরিচয় খাসিয়ার নাম ছিল এবং প্রশিক্ষণের মেয়াদ ছিল দুই মাস। এসময় তাদের ‘আরপিজি’ এবং ‘আইইডি’ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এছাড়া উলফার কমপক্ষে চারটি ব্যাচকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও এসময় জানান ওই নিরাপত্তা কর্মকর্তা।

সূত্র: জাস্টআর্থ নিউজ

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।