ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিরক্ষা-সামরিক সম্পর্ক বাড়াতে সম্মত ভারত-সাইপ্রাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
প্রতিরক্ষা-সামরিক সম্পর্ক বাড়াতে সম্মত ভারত-সাইপ্রাস নিকোস অনাস্তাসিয়াদেস ও নরেন্দ্র মোদী

ভারত এবং সাইপ্রাস নিজেদের মধ্যে প্রতিরক্ষা, রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে সম্মত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে গ্রিকসিটিটাইমস.কম।

দুদেশের মধ্যে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভার পর এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সভায় ভারতের প্রতিনিধি ছিলেন যুগ্ম সচিব (সেন্ট্রাল ইউরোপ) নিতা ভুষাণ। সাইপ্রাসের প্রতিনিধি ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিটিক্যাল ডিরেক্টর থেসালিয়া সালিনা শাম্বোস।

সভায় দুইদেশের প্রতিনিধিরা সম্পর্ক জোরদারের বিষয়ে সম্মত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই আয়ুর্বেদসহ প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পর্কিত চুক্তি/সমঝোতা স্মারকগুলোর অবস্থান পর্যালোচনা করেছেন এবং এই চুক্তির প্রাথমিক চূড়ান্তকরণের লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।