ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়ে পাঁচ দশক পর আলিগড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
সাড়ে পাঁচ দশক পর আলিগড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

গত সাড়ে পাঁচ দশকের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

 

শেষবার ১৯৬৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী।  

আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মোদি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারিক মনসুর জানিয়েছেন, শতবর্ষের এই অনুষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হয়ে থাকবে। আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়াতে সাহায্য করবে।  

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের এই শতবর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ রাজনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। তাই মোদির এই সফর ঘিরে অন্য আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।