ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান খানের পদত্যাগ চায় পাকিস্তানের বিরোধী দলীয় জোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ইমরান খানের পদত্যাগ চায় পাকিস্তানের বিরোধী দলীয় জোট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

৩১ জানুয়ারির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চান দেশটির বিরোধী দলীয় নেতা-কর্মীরা।

পাকিস্তানের বিরোধী দল ১১-দলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) প্রধানমন্ত্রী ইমরান খান পরিচালিত সরকারের পদত্যাগ দাবি করেছে।

৩১ জানুয়ারির মধ্যে সরকার পদত্যাগ না করলে তারা কঠোর আন্দোলের ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদের উদ্দেশে লং মার্চও শুরু করতে পারে বিরোধী দলীয় জোট।

সংবাদমাধ্যম ডন জানায়, জামিয়াত উলেমা-ই-ইসলামের নেতা মাওলানা ফজলুর রেহমান বলেছেন, ‘আজ আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। ’

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টোরসহ জোটের অন্য নেতাদের উপস্থিতিতে সংবাদিকদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন রেহমান।

যদি এসময়ের মধ্যে সরকার পদত্যাগ না করে, তাহলে ১ ফেব্রুয়ারি থেকে ইসলামাবাদের উদ্দেশে লং মার্চের ঘোষণা আসতে পারে।

পিডিএমের সব নেতা-কর্মী এবং পাকিস্তানের জনগণকে লং মার্চে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।