ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুরগির ভয়ে গুলি করলো ইসরায়েলি সেনারা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
মুরগির ভয়ে গুলি করলো ইসরায়েলি সেনারা! (ভিডিও)

ইসরায়েলের সীমান্ত ঘেঁষা লেবাননের গ্রাম থেকে দৌড়ে একটি মুরগি ইসরায়েলি সেনাদের দিকে তেড়ে যায়। এতে ভয় আর আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে তারা।

এক পর্যায়ে তারা মুরগিটি ধরে নিয়ে যায়।

এ সময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি গিয়ে তার মুরগি ফেরত চাইলেও তাকে তা দেওয়া হয়নি।  

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিশু হুসেইন চারতৌনির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরায়েলি সেনাদের কাছে গিয়ে মুরগি ফেরত চেয়ে তর্কে জড়ানোর যে সাহসিকতা দেখিয়েছে চারতৌনি, তার তুলনা হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিশুর প্রশংসা চলছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।