ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলিবাবার বিরুদ্ধে তদন্তে নামল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আলিবাবার বিরুদ্ধে তদন্তে নামল চীন

ক্রমবর্ধমান ইন্টারনেট স্পেসে প্রতিযোগিতা-বিরোধী মনোভাব দমাতে আলিবাবা গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন।  

দেশটির নিয়ন্ত্রক সংস্থা আগামীতে প্রযুক্তি জায়ান্ট ‘অ্যান্ট গ্রুপ’ সংশ্লিষ্টদেরও ডেকে পাঠাবে।

 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে অ্যান্ট গ্রুপের পরিকল্পিত তিন হাজার সাতশ’ কোটি ডলারের আইপিও আটকে দিয়েছিল চীন।  

রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে, হংকংয়ে ৯ শতাংশ কমে গেছে আলিবাবার শেয়ারের দাম। এছাড়া প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী ‘মেইটুয়ান’ এবং ‘জেডি ডটকমের’ শেয়ার মূল্যও দুই শতাংশের বেশি কমে গেছে।

আলিবাবাকে এর আগে সতর্ক করেছিল চীনের নিয়ন্ত্রক সংস্থা। কারণ বিক্রেতাদের বিশেষ চুক্তি করতে বাধ্য করে প্রতিষ্ঠানটি। যার ফলে তারা অন্য কোনো প্ল্যাটফর্মে তাদের পণ্য দিতে পারেন না।  

আলিবাবার এই আচরণ নিয়েই আপত্তি দেশটির ‘দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন’ (এসএএমআর)- এর।  

আলিবাবার অ্যান্ট গ্রুপের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বৈঠক করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিপলস ব্যাংক অফ চায়না। তাদের ন্যায্য প্রতিযোগিতা এবং বৈধ অধিকার ও ভোক্তা স্বার্থ সুরক্ষার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে।

অ্যান্ট গ্রুপ বলেছে, তারা সব নিয়ম মেনে কাজ করবে। আর আলিবাবা তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।