ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা সাংবাদিক তু বিনের মুক্তি চাইলো আইএফজে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
চীনা সাংবাদিক তু বিনের মুক্তি চাইলো আইএফজে চীনা সাংবাদিক ও চলচ্চিত্রকার তু বিন

চীনা কর্তৃপক্ষের হাতে গ্রেফতার সে দেশের সাংবাদিক ও চলচ্চিত্রকার তু বিনের মুক্তির দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।

আইএফজে জানাচ্ছে, ১৬ ডিসেম্বর দেশটির কর্তৃপক্ষ তু বিনকে গ্রেফতার করে।

আইএফজে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তু বিনকে দ্রুত মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে চীনের নাগরিকদের বাকস্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধও জানিয়েছে সংস্থাটি।

তু’র বোনের বরাত দিয়ে জাস্টআর্থনিউজ-এর খবরে বলা হয়, ১৬ ডিসেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির ঠুনকো অভিযোগে কর্তৃপক্ষ তু বিনকে গ্রেফতার করে।

৪৮ বছর বয়সী তু একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। একইসঙ্গে তিনি সাংবাদিকও। যিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।