ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অবশেষে এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
অবশেষে এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মাণ অবশেষে এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মিত হলো। ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সে প্রথমবারের মতো নির্মিত সরকারি মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হলে দিনটি মুসলমানদের জন্যও উৎসবমুখর হয়ে ওঠে।

গত নভেম্বরে প্রথমবারের মতো উদ্বোধন করা হলেও মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে, গ্রিসজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউন শিথিল করায় বড়দিন উদযাপনের সুযোগ পেয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ফলে জুমার নামাজের জন্য মসজিদটিও খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব গিয়রগস কালানটজিস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে, কোনো বৈষম্য রাখবো না যেন সব উপাসনালয়ে প্রার্থনা হতে পারে। তবে সেখানে একসঙ্গে ২৫ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। ’

এথেন্সে অটোমান সাম্রাজ্যের অবসান হওয়ার পর থেকে অর্থাৎ প্রায় দুশ’ বছর আগে থেকে মুসল্লিরা একটি মসজিদের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রথমবারের মতো সরকারিভাবে মসজিদ নির্মিত হলো। নভেম্বরের শুরুতে মাত্র পাঁচদিন খোলা ছিলো মসজিদটি এবং সরকারের পক্ষ থেকে সেখানে ইমাম হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সিসি জাকি। মসজিদ উদ্বোধন হলে ৫৫ বছর বয়সী এ ইমাম উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে, সেসময় করোনা ভাইরাসের কারণে মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় তহবিলে নির্মিত মসজিদটি এথেন্সের শিল্প এলাকা ইয়া ওদোসে নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।