ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গরুর চামড়ার ‘ইয়োগা ম্যাট’ নিয়ে বিতর্ক ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
গরুর চামড়ার ‘ইয়োগা ম্যাট’ নিয়ে বিতর্ক ফ্রান্সে

যোগ ব্যায়াম বা ইয়োগা চর্চার জন্য যে মাদুর বা ম্যাট ব্যবহার করা হয়, তাতে গরুর চামড়া ব্যবহার করায় বিতর্ক শুরু হয়েছে ফ্রান্সে।  

ফ্রান্সের ফ্যাশন কোম্পানি লুই ভুইতুন গত অক্টোবর মাসে চড়া দামের এই ইয়োগা ম্যাট বাজারে ছাড়ে।

 

এই ইয়োগা ম্যাট নিয়ে বিতর্কের সূত্রপাত করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা আপত্তি জানিয়ে বলেছেন, বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত করবে।  

সার্বজনীন হিন্দু সোসাইটির সভাপতি রাজন জেড এক বিবৃতিতে গরুর চামড়া দিয়ে ইয়োগা ম্যাট বানানোর বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন।
 
বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, এমন কোনো ব্যবসা করা উচিত নয় যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা কোনো অধ্যাত্মিক চর্চাকে হাস্যরসে পরিণত করে।

তিনি ওই ফ্যাশন প্রতিষ্ঠানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।  

তবে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি।  

এর আগে হিন্দু দেবতা ব্রহ্মার নামে একটি বিয়ার বাজারে আনায় সমালোচনার মুখে পড়ে বেলজিয়ামের একটি প্রতিষ্ঠান। সার্বজনীন হিন্দু সোসাইটির নেতারা সে সময় প্রতিবাদ জানিয়েছিলেন।  

একইরকম প্রতিবাদের মুখে হিন্দু দেবতা গণেশের ছবিওয়ালা তোয়ালে বাজার থেকে তুলে নিয়েছে আমেরিকার একটি প্রতিষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।