ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গর্ভপাত বৈধ করলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
গর্ভপাত বৈধ করলো আর্জেন্টিনা

আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয়।

 

বুধবার সকালে সিনেটে ওই ভোট অনুষ্ঠিত হয়। এতে গর্ভপাতের পক্ষে ভোট পরে ৩৮টি। আর এর বিপক্ষে ভোট পরে ২৯টি। এর ফলে এখন ১৪ সপ্তাহের আগেই গর্ভপাত করতে পারবেন দেশটির নারীরা।

ভোটে গর্ভপাত বৈধের ঘোষণায় রাস্তায় নেমে আসে দেশটির হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে তারা এ অধিকার আদায়ের চেষ্টা করেছেন। এদিকে গর্ভপাত বৈধ ঘোষণা করায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সিনেট ভবনের পাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গর্ভপাত বৈধ করার আগে দেশটিতে বাধা সৃষ্টি করেছিল ক্যাথলিক চার্চ। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার প্রথম কোনো রাষ্ট্র গর্ভপাতকে বৈধতা দিল।   

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।