ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৮ সংগৃহীত ছবি

পূর্ব সিরিয়ায় একটি বাসে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার সন্ত্রাসী হামলাটি দেইর আল-জুর প্রদেশে একটি বাসকে লক্ষ্য করে হয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি গ্রুপ পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়। হামলায় ৩৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।