ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বয়কটের ডাক ফিকে, চীনা স্মার্টফোনই বেশি কিনছেন ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
বয়কটের ডাক ফিকে, চীনা স্মার্টফোনই বেশি কিনছেন ভারতীয়রা

চীনকে বয়কটের আবহ কী তাহলে ভারতীয়দের মধ্যে ফিকে হয়ে গেলো! তেমনই ইঙ্গিত দিচ্ছে দেশটিতে চীনা স্মার্টফোন বিক্রির পরিসংখ্যান।  

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, গত বছরের ভিত্তিতে ভারতীয়রা বাড়িয়েছেন চীনা স্মার্টফোন কেনা।

গত বছর অক্টোবরে যে পরিমাণ চীনা স্মার্টফোন বিক্রি হয়েছিল ভারতে, তার চেয়ে চলতি বছরের অক্টোবরে বিক্রি হয়েছে প্রায় ১৭ লাখ ইউনিট বেশি।

শাওমি, ভিভো, রিয়েল মি ও অপো এর চার ধরনের চীনা স্মার্টফোন পাওয়া যায় ভারতে। ২০১৯ সালের অক্টোবরে এ চার ব্র্যান্ডের মোট ৪৬.০৭ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছিল। আর এবারের অক্টোবরে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬৩.০১ লাখ ইউনিটে।

স্মার্টফোন মার্কেটের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের দেওয়া তথ্য থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

চলতি বছরের মাঝামাঝি থেকে ভারত-চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরমধ্যে চীনের সঙ্গে সংঘর্ষে ভারত হারিয়েছে ২০ জনের মতো সেনা সদস্য। তার জেরে প্রায় ২০০ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এসময় ‘আত্মনির্ভর ভারতের’ ডাক দিয়ে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু এর মাঝে এ পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। তাহলে কি বয়কটের ডাক ফিকে হয়ে গেলো!

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।