জম্মু ও কাশ্মীর উপত্যকার হকি সংস্কৃতি পুনরুদ্ধার এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যুবসমাজের চাপের মাত্রা হ্রাস করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীর প্রশাসন অঞ্চলটির বিভিন্ন জায়গায় বিশেষ টুর্নামেন্টের আয়োজন করছে।
শ্রীনগর, বুদগাম, অনন্তনাগ, বন্দিপোরা ও বারমুল্লাসহ বিভিন্ন জায়গায় হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
গিন্ডুন স্টেডিয়ামের ব্যবস্থাপক মোশতাক আহমদ জার্গার বলেন, অন্যান্য খেলাধুলার জন্য নিয়মিতভাবে বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া হওয়া সত্ত্বেও, আমরা কম হকি টুর্নামেন্ট দেখতে পাই। এটি একটি ভালো খেলা, যার মাধ্যমে যুবসমাজের চাপের মাত্রা হ্রাস করতে সহায়তা করবে। শারীরিকভাবে ফিট থাকার জন্য খেলাধুলাই উপযুক্ত উপায়, বিশেষত করোনাকালে।
গিন্ডুন স্টেডিয়ামে হকি অনুশীলনকারী খেলোয়াড় তেজিন্দর সিংহ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে ইভেন্টটিকে সফল করার আহ্বান জানান।
সূত্র: এএনআই
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমজেএফ