ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে না দিতে লন্ডনের আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে না দিতে লন্ডনের আদালতের রায়

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার নির্দেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত।  

অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য বিবেচনা করে আত্মহত্যার ঝুঁকি থাকায় সোমবার বিচারক এমন রায় দেন।

 

অ্যাসাঞ্জের নিজের ক্ষতি করা এবং আত্মহত্যা করার চিন্তার আলামত তুলে ধরে লন্ডনের ওল্ড বেইলি আদালতের ডিস্ট্রিক্ট জাজ ভ্যানেসা ব্যার‌্যাজার রায়ে বলেন, এসব কিছুই বিষণ্নতায় ভোগা এবং কখনও কখনও নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত একজন মানুষের লক্ষণ।

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে দূতাবাসের ভেতরে তিনি গৃহবন্দী ছিলেন। ২০১৯ সালে ইকুয়েডর তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয়। এরপর তেকেই তাকে বেলমার্শ নামের কুখ্যাত কারাগারে রেখেছে ব্রিটেন।  

২০১০ সালে আমেরিকার লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেন অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ।

এরপর সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করে আমেরিকা।  

অ্যাসাঞ্জকে ইকুয়েডর দূতাবাস থেকে হেফাজতে নেওয়ার পর ব্রিটিশ পুলিশ বলেছিল, আমেরিকার অনুরোধেই তারা এ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।