ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের (টিকা) প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। শুক্রবার (৮ জানুয়ারি) দেশটির নিয়াম শহরে তিনি এ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি।
এজন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাদশাহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি (বাদশাহ সালমান) করোনা মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশের নাগরিক ও বাসিন্দাদের স্বার্থে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে আজ বাদশাহ ভ্যাকসিন নিয়েছেন। তার এ উদ্যোগ প্রমাণ করে যে সব সময় রাজ্যের নীতি হলো-চিকিৎসার আগে প্রতিরোধ। সূত্র: আরব নিউজ।
বাহরাইনের পরে সৌদি আরব দ্বিতীয় উপসাগরীয় দেশ, যেখানে ফাইজারের করোনা টিকাটি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। টিকাটি মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার বানিয়েছে। যার জার্মান অংশীদার হচ্ছে বায়োএনটেক।
বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
এসআই
#BREAKING - #WATCH: #SaudiArabia's King Salman receiving the #COVID19 vaccine https://t.co/eU3UDp6pHw pic.twitter.com/ylWjFqQ9QE
— Arab News (@arabnews) January 8, 2021