ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ প্লেনের বয়স ২৭, সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
নিখোঁজ প্লেনের বয়স ২৭, সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে

ক্রু ও যাত্রীসহ ৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার নিখোঁজ প্লেনটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।  ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের সব ধরনের তথ্য অনুসারে শনিবার (৯ জানুয়ারি) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, শনিবার স্থানীয় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে প্লেনটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। ৪ মিনিট পরই কন্ট্রোলরুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্লেনটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সেটির জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।