ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬ কঙ্গোর সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তরপূর্ব অংশে বিদ্রোহী গ্রুপের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর আল জাজিরার।

বৃহস্পতিবার একটি গ্রামে ওই হামলার ঘটনার পর সেখানে স্থানীয় নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদিও গিদি।

ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।  

স্থানীয় একজন এনজিও নেতা এএফপিকে জানিয়েছেন, নিহতরা সবাই পিগমি জাতি গোষ্ঠীর।  

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৯ সালের শুরু থেকে জাতিসংঘের কর্মকর্তাসহ উত্তরপূর্ব কঙ্গোর প্রায় এক হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে উগান্ডার এই সশস্ত্র বিদ্রোহী গ্রুপ।  

কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডির শতাধিক সশস্ত্র গোষ্ঠীর ডেরা আছে। ২০০৩ সালে অফিসিয়ালি সেখানে গৃহযুদ্ধের অবসান হলেও বহু সশস্ত্র গোষ্ঠী এখনও সক্রিয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।