মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও সময় শেষ হয়ে যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে তাকেও ছাড়তে হবে হোয়াইট হাউস।
বুধবার ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন।
বিদায়বেলায় মার্কিনীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার তিনি ওই ভিডিও টুইটারে পোস্ট করেন।
ভিডিও বার্তায় মেলানিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় সম্মান।
তিনি বলেন, দেশজুড়ে আমেরিকানদের অবিশ্বাস্য কর্মকাণ্ডে আমি বেশ অনুপ্রেরণা পেয়েছি। তবে কোন ধরনের কর্মকাণ্ড তার কাছে অবিশ্বাস্য মনে হয়ে হয়ে তা তিনি বিস্তারিত বলেননি।
এছাড়া তিনি বলেন, আপনারা যাই করুন না কেন, মন দিয়ে করুন। মনে রাখবেন, সহিংসতা, জোর-জুলুমের মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কখনই ন্যায়সঙ্গত নয়।
A Farewell Message from First Lady Melania Trump pic.twitter.com/WfG1zg2mt4
— Melania Trump (@FLOTUS) January 18, 2021
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
নিউজ ডেস্ক