শপথ নেওয়ার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, স্ত্রী জিল জ্যাকবসকে (জিল বাইডেন) সঙ্গে নিয়ে তিনি ক্যাপিটলে পৌঁছান। এসময় বাইডেন তার স্ত্রীর হাতে-হাত রেখে হাঁটেন। এ মুহূর্তটি খুব নির্মল ও সম্মানজনক।
মাত্র দুই সপ্তাহ আগে ক্যাপিটলে ঢুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা করেছিল। ট্রাম্প সমর্থকদের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জো বাইডেন। বৃহস্পতিবার তার বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যৌথ অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। এসময় ক্যাপিটলে ঢুকে নির্বাচন প্রত্যাখ্যান করে ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ শুরু করেন, যা ক্রমেই সহিংস রূপ নেয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ওএইচ/