ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে

নমপেন: বেতন বাড়ানোর দাবিতে কম্বোডিয়ার হাজার হাজার পোশাক শ্রমিক বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। মালিকপক্ষ তাদের দাবি মেনে না নিলে এই আন্দোলন কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



সোমবার আন্দোলন শুরুর দিন আন্দোলনকারীর সংখ্যা ছিল ৬০ হাজার বুধবার এই সংখ্যা এক লাখ ৯০ হাজার দাঁড়িয়েছে। এখানে ৯০টি প্রতিষ্ঠানের শ্রমিকরা অংশ নিয়েছেন।

তবে, কম্বোডিয়ার তৈরি পোশাক প্রস্তুতকারক সংস্থা (জিএমএসি) জানিয়েছে, আন্দোলনকারী শ্রমিকদের সংখ্যা ৩০ হাজারের কিছু বেশি।

এই শিল্পে কম্বোডিয়ার ৩ লাখ ৪৫ হাজার শ্রমিক কাজ করে । দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক শিল্প।

সরকার ও মালিকপরে মধ্যে স্বারিত একটি চুক্তিতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৬১ মার্কিন ডলার করা হয়। তবে শ্রমিকদের দাবি, এতো অল্প অর্থে খাদ্য, বাসস্থান এবং যাতায়াত খরচ মেটানো সম্ভব নয়। সর্বনিম্ন মজুরি ৯৩ ডলার করার দাবি জানান তারা।

এদিকে পোশাক মালিকরা বলছেন, এই আন্দোলনে উৎপাদন মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। তারা আশঙ্কা করছেন, এর ফলে বিদেশে তৈরি পোশাকের চাহিদা কমে যেতে পারে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।