অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চীনের দুটি টুনা মাছ ধরার জাহাজ আটক করেছে ভানুয়াতু কর্তৃপক্ষ।
ডং গ্যাং জিং ১৩ এবং ডং গ্যাং জিং ১৬ জাহাজ দুটি চীনভিত্তিক মাছ ধরার কোম্পানির।
খবরে প্রকাশ, ভানুয়াতুর জলসীমায় প্রবেশ করা জাহাজ দুটি প্রথম শনাক্ত করে ফরাসি নৌবাহিনী। এরপর ভানুয়াতুর পেট্রোল বোট জাহাজ দুটি আটক করে।
ভানুয়াতু পুলিশ বিভাগের এক ঘোষণা অনুযায়ী, ভানুয়াতু মৎস্য বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে। চীনা মাছ ধরার জাহাজের কর্মীদের বর্তমানে দেশটির পোর্ট ভিলায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সূত্র: জাস্ট আর্থ নিউজ
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
নিউজ ডেস্ক