মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই।
রবার্ট এ ডেস্ত্রোকে তিব্বত বিষয়ক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করার কয়েকদিন পরই তাকে আমন্ত্রণ জানানো হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে সাঙ্গাই একটি টুইটে বলেন, তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কারীর সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত। এই প্রথম কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের একজন প্রেসিডেন্টকে স্টেট ডিপার্টমেন্টের ভেতরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো।
তিনি ফেসবুক পোস্টে আরও বলেন, তিব্বত বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয়কারী রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ একটি ঐতিহাসিক মুহূর্ত।
১৪ অক্টোবর মাইকেল পম্পেও ডেস্ট্রোকে তিব্বত ইস্যুর জন্য মার্কিন বিশেষ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। সূত্র: এএনআই
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
নিউজ ডেস্ক