ফৌজদারি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করতে ভোট দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইন প্রণেতারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যের হাউস অব ডেলিগেটস এ ধরনের অনুশীলন (মৃত্যুদণ্ড) শেষ করতে ভোট দেওয়ার বিষয়ে প্রণেতারা সিনেটকে অনুসরণ করেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন রাজ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বাতিলে ভার্জিনিয়ায় প্রথম হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ফেডারেল ও রাজ্য পর্যায়ে মৃত্যুদণ্ডের বিধান বাতিলে রাজ্যগুলোকে মামলা অনুসরণে উত্সাহিত করতে কাজ করবেন।
জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘের ১৯৪ সদস্য দেশের মধ্যে ১৭০ দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে কিংবা এর চর্চা নীতিগতভাবে বা কার্যকর করা থেকে বন্ধ রেখেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এটি না করতে পেরে বারবার আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি পড়ছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপের জরিপ অনুসারে, ১৯৯০ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসমর্থন ছিল ৮০ শতাংশ। কিন্তু ২০২০ সালে তা নেমে দাঁড়িয়ে ৫৫ শতাংশে।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ওএইচ/