ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অঝোরে কাঁদলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
অঝোরে কাঁদলেন মোদী

বিরোধী দলের একজন নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য জানাতে গিয়ে বারবার আবেগী হয়ে যান মোদী৷ 

এমনকি, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন তিনি। জানা গেছে, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বারবার নানা ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন।

মোদীকেও এর আগে ছেড়ে কথা বলেননি তিনি৷ কিন্তু রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেলো মোদীর কণ্ঠে।

নরেন্দ্র মোদী বলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাটের বাসিন্দাদের মরদেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ৷ সেখান থেকেই ফোন করেছিলেন তাকে৷ 

মোদী আরো বলেন, সেদিন তার গলা শুনে মনে হচ্ছিল, যেন পরিবারের কাউকে হারিয়েছেন৷ সেদিন তার কান্না যেন থামতে চাইছিল না৷ গভীর রাতেও তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন৷

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।  

এসব কথা বলার পরই কেঁদে ফেলেন মোদী৷ নিজের কথাও শেষ করতে পারেননি তিনি৷ গুলাম নবি আজাদকে স্যালুটও জানান তিনি৷

মোদী বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজ কঠিন হতে চলেছে৷ কারণ, আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল৷ 

মোদী মনে করেন, ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কিভাবে তা ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের কাছ থেকে শিখতে হবে৷

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।