ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধুতে টিকা প্রশাসনে ব্যাপক অনিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
পাকিস্তানের সিন্ধুতে টিকা প্রশাসনে ব্যাপক অনিয়ম

পাকিস্তানের সিন্ধু প্রদেশে কোভিড-১৯ টিকা প্রশাসনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে ৬০ বছরের বেশি বয়সী, নন-ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী এবং অসম্পর্কিত ব্যক্তিদের চীনা সিনোফার্মের টিকা প্রদান।  

শনিবার সিন্ধু গভর্নর এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা মোহাম্মদ জুবায়েরের কন্যা ও জামাতাকে সেনোফার্ম ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

 

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ডাও ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস (ডিইউএইচএস) এর ওঝা ক্যাম্পাসের অ্যাডাল্ট টিকা কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।

তবে পিএমএল-এন নেতা স্পষ্টভাবে তার মেয়ে এবং জামাইয়ের সাথে টিকা প্রশাসনের কোন সম্পর্ক অস্বীকার করেছেন।

সূত্র নিশ্চিত করেছে, গত তিন দিন ধরে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) ইসলামাবাদ সিন্ধু সরকারের করোনা ভাইরাস টিকা প্রশাসনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাচ্ছে। প্রধান অভিযোগ হলো, ফ্রন্টলাইনার না হয়েও অনেক প্রভাবশালী ব্যক্তি টিকা পাচ্ছেন।  

এনসিওসির নির্দেশিকা অনুযায়ী ৬০ বছরের বেশি বা ১৮ বছরের কম বয়সী কাউকে এই টিকা দেওয়া যাবে না।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ধু স্বাস্থ্য বিভাগ দ্রুত পূর্ব জেলার ডেপুটি ডিস্ট্রিক্ট অফিসার ডা. নীলা কুরেশিকে বরখাস্ত করা হয়েছে।  

স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, আমরা ইসলামাবাদের এনসিওসি থেকে পরিষ্কার নির্দেশনা পেয়েছি যে ৬০ বছরের বেশি বয়সী কাউকে অ্যাডাল্ট টিকাকরণ কেন্দ্রে (এভিসি) সিওভিডি-১৯ টিকা দেওয়া উচিত নয়। আজ কিছু উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা এই টিকা পাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের প্রত্যাখ্যান করা হয়েছে।  

তবে ৬০ বছরের বেশি বয়সী মানুষেরা এনসিওসির নির্দেশনায় হতাশা ব্যক্ত করেছেন। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।