ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে সু চির দলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ইয়াঙ্গুন: মিয়ানমারের বিরোধী দলের নেত্রী অন সান সু চির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করায় সরকারের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ করেছে ওই দলের নেতাকর্মীরা। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন এনএলডি বয়কট করলে দেশটির সামরিক জান্তা দলটি বিলুপ্ত ঘোষণা করে।



সরকারি গণমাধ্যমে মঙ্গলবার নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে জানায়, নতুন নির্বাচনী নীতিমালা অনুযায়ী ন্যাশনাল লীগ পর ডেমোক্রেসি (এনএলডি) সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। ৭ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় দলটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারই প্রথম সরকারিভাবে এনএলডিসহ নয়টি দল বিলুপ্ত হয়েছে।

এনএলডির মুখপাত্র নিয়ান ওয়েন সাংবাদিকদের জানান, ১৯৮৮ সালে প্রণয়ন করা রাজনৈতিক দলের নিবন্ধন আইন পরিবর্তনের কোনো কারণ নেই। ওই আইনের অধীনে দলটি প্রতিষ্ঠিত হয়েছে।

নতুন আইনে দলের নেত্রীসহ কারাগারে আটক নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জয়ী হয়। কিন্তু ক্ষমতায় যেতে পারেনি সামরিক সরকারের কারণে। দলটি সরকারের নির্বাচনী আইন এবং নির্বাচিত হয়েও ক্ষমতায় যেতে না পারায় সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।