ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
মিয়ানমারের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

মিয়ানমারের ইয়াঙ্গুনে সড়কে দখল করে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন দেশটির সাধারণ জনগণ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরা এ তথ্য জানায়।

গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক সরকার শাসনভার নেওয়ায় জনগণের সমর্থন আছে বলে দাবি করেছিল মিয়ানমার সেনাবাহিনী। এর প্রতিক্রিয়ায় ইয়াঙ্গুনে বড় ধরনের সমাবেশ করে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী।

গত নভেম্বর মাসে নিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।  এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির শাসনভার নেন মিয়ানমারের সেনাপ্রধান। সেই সঙ্গে সু চি, মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত এবং এনএলডির জেষ্ঠ্য নেতাদের আটক করে গৃহবন্দি করা হয় এ ঘটনার পর পরই সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নামে মিয়ানমারের নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।