বৈদেশিক মিশনের কূটনীতিকদের একটি দল জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কাশ্মীর এবং শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জম্মু সফর করবেন তারা।
২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর গত বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিদেশি কূটনীতিকদের দু’টি দল জম্মু ও কাশ্মীর সফর করেছিল।
করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর এবারই প্রথম মতো জম্মু ও কাশ্মীরে সফরের সুযোগ পেলেন বিদেশি কূটনীতিকরা।
কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ (ডিডিসি) এর নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং ১৮ মাস পর জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু করার পর কূটনীতিকদের সফরের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের ধারণা, এবার অঞ্চল দু’টির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এফএম