কাশ্মীরের উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইরেইগনিস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সহায়তায় প্রদর্শনীর আয়োজন করেছে সরকার।
বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কাশ্মীরী সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিশেষ করে শিল্প, হ্যান্ডলুম, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয়।
সাম্প্রতিক তুষারপাত সত্ত্বেও বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা প্রদর্শনীতে অংশ নেন।
এ প্রদর্শনীর আয়োজক মারিয়া শাহমিরি বলেন, এই জাতীয় ইভেন্টগুলো উপত্যকার পক্ষে গুরুত্বপূর্ণ। কারণ এটি এখানকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
আসমা সালিম একটি ঐতিহ্যবাহী ফুড স্টলের স্বত্বাধিকারী। তিনি বলেন, প্রদর্শনী তাকে উপত্যকার ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
নিউজ ডেস্ক