ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আমিই একমাত্র ব্যক্তি অভিশংসনের পরও যার জনসমর্থন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আমিই একমাত্র ব্যক্তি অভিশংসনের পরও যার জনসমর্থন বাড়ছে ডোনাল্ড ট্রাম্প/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের নিজের জয় দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।  

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউজম্যাক্সকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) এসব কথা বলেন।

 

আলাপকালে প্রতিনিয়ত তাঁর জনপ্রিয়তা বাড়ছে, এমন তথ্য দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আমি জিতেছি। যদি ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাহলে পর্যাপ্ত পরিমাণে সমর্থন রয়েছে।  

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটা বলার এখনও সময় আসেনি।  

ট্রাম্প বেশ গর্বভরে বলেন, আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি যার প্রতি জনসমর্থন বাড়ছে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, ২০২৪? আমি এখনই বলতে পারছি না তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।