ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্যাকসিন নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ভ্যাকসিন নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চলতি সপ্তাহে দেশটিতে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

রোববার অস্ট্রেলিয়ার জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে অন্তত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে বলা আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভ্যাকসিনবিরোধী কয়েকজন বিক্ষোভকারী এ কার্যক্রম শুরুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

রোববার মরিসনের পাশাপাশি কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়া হয়। অস্ট্রেলিয়ার পধান নার্স প্রফেসর অ্যালিসন ম্যাকমিলান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর পল কেলিও ভ্যাকসিন নিয়েছেন। তারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন। প্রাথমিকভাবে এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। তবে, আগামী মাসে অক্সফোর্ডের ভ্যাকসিনও দেবে দেশটি।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।