ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০২৪ সালে গুলিতে যুক্তরাষ্ট্রে প্রাণ ঝরেছে দৈনিক ৪৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
২০২৪ সালে গুলিতে যুক্তরাষ্ট্রে প্রাণ ঝরেছে দৈনিক ৪৫ জনের

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে ১৬ হাজার ৫৭৬ মার্কিনীর। অর্থাৎ, দৈনিক গড়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের বেশি মানুষের।

এর মধ্যে শিশু-কিশোরের সংখ্যা ৫১৫১ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে ১১৩৩ জন। অর্থাৎ দৈনিক গড়ে ৩ জনের অধিক নিরস্ত্র আমেরিকানের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা কিছুটা কমলেও বন্দুক সহিংসতা নিয়ে বিরাজিত উদ্বেগ আদৌ কমেনি।

বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারী ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ সূত্রে আরও জানা গেছে আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতায় নিহতের সংখ্যা কমেছে ১২ শতাংশ। একইভাবে পুলিশের গুলিতে নিরস্ত্র আমেরিকানের প্রাণ ঝরার সংখ্যাও কিছুটা কমেছে।

সরকারি সূত্রে জানা গেছে, গত বছর আমেরিকায় বন্দুক বিক্রি হয়েছে ১ কোটি ৩৬ লাখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।