২০১৯ সালের বিক্ষোভের সময় অননুমোদিত সমাবেশে ভূমিকার জন্য মিডিয়া টাইকুন জিমি লাই এবং আরও আটজন বিশিষ্ট বিরোধী দলীয় কর্মীকে দোষী সাব্যস্ত করেছে হংকং-এর একটি আদালত।
বিবাদীদের মধ্যে আরও আছেন হংকংয়ের গণতন্ত্রের পিতা মার্টিন লি, গণতন্ত্রপন্থী ব্যক্তিত্ব আলবার্ট হো এবং লি চিউক-ইয়ান।
২০১৯ সালের ১৮ আগস্ট হংকং দ্বীপে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা পুলিশ আগেই নিষিদ্ধ করেছিল। সেই বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নয়জন বিবাদীর মধ্যে সাবেক আইন প্রণেতা আউ নক-হিন এবং লিউং ইয়ু-চুং দোষী সাব্যস্ত হননি। তাদের বিরুদ্ধে আরেকদিন চার্জ করা হবে।
বিচারক আমান্ডা উডকক বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
নিউজ ডেস্ক