ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়ালো ...

করোনা ভাইরাসের ছোবলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু-আক্রান্তের হার। এই ভাইরাস নানা সময়ে ধরন বদল করার কারণে একে প্রতিরোধ কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন।

টিকা আবিষ্কারের পর তার প্রয়োগও হচ্ছে। এরমধ্যে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেলো ৩০ লাখ। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ২০৬ জনের।

শনিবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।

চীনের উহান থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে গেছে এ করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।

সবচেয়ে বেশি প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রায় ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।