ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চাপে পড়ে চীনা খামারীরা ব্যবসা বেচে দিচ্ছে অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
চাপে পড়ে চীনা খামারীরা ব্যবসা বেচে দিচ্ছে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং প্রাচীনতম দুগ্ধ খামারের চীনা মালিকরা খামারের অবস্থা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর ব্যবসার কিছু অংশ বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছেন।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, তাসমানিয়ার ২৩টি খামারের মালিক ভ্যান ডেয়ারি গ্রুপ মেলবোর্নভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপকের কাছে তাদের ২৩টি খামারের মধ্যে ১০টি পর্যন্ত বিক্রির বিষয়ে আলোচনা করছে।

পরিবেশ সুরক্ষা সংস্থা খামারে অভিযান চালিয়ে সেখানে মর্মান্তিক পরিস্থিতির কথা প্রকাশ করে। এরপর তদন্ত শুরু হয়।  

২০১৬ সালে চীনের মুন লেক দখলের পর কর্মচারী এবং স্থানীয়দের কাছ থেকে বেশ কয়েকটি গোপনীয় নথি, ছবি এবং অ্যাকাউন্ট থেকে দেখা যায়, অবস্থার আরও অবনতি হয়েছে।

নাম প্রকাশ না করার স্বার্থে খামারের এক কর্মচারী বলেন, গত সপ্তাহটিকে হাস্যকর বলে বর্ণনা করেছেন। টিডিআইএ (তাসমানিয়ান ডেয়ারি ইন্ডাস্ট্রি অথরিটি) কিছু খামার পরিদর্শন করেছে। তারা যা দেখেছে, তা বর্ণনা করার ভাষা নেই, এ যেন এক বিষ্ঠা শো।

তিনি বলেন, কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে এত সময় লাগলো কেন সে কারণে তিনি বিরক্ত। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।