ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

গোয়াদার জমি কেলেঙ্কারি নিয়ে এনএবির রেফারেন্স দাখিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
গোয়াদার জমি কেলেঙ্কারি নিয়ে এনএবির রেফারেন্স দাখিল

রাজস্ব রেকর্ডে কারচুপি ও সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে আদালতে পাঁচ তহসিলদারসহ ১৫ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে রেফারেন্স জমা দিয়েছে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)।  

 সোমবার তাদের বিরুদ্ধে রেফারেন্স জমা দেওয়া হয়।

 
 
গোয়াদারের মৌজা আঙ্কারা উত্তরের জমি কেলেঙ্কারির তদন্ত করে এনএবি বালুচিস্তান জানিয়েছে যে বর্তমান গোয়াদার তহসিলদার বুহাইর দাস্তি এবং প্রাক্তন তহসিলদার তারিক গিচকি, নিসার আহমাদ গৌরজ্জ, নূর বিজেনজো এবং নাজির বিজেনজো এবং আব্দুর রাজ্জাক, সাইয়্যদ খুদাদাদ শাহ, জাভেদ আলী এবং আসোমি সরকারি রেকর্ডের সাযথে কারচুপি করেছিলেন এবং অবৈধভাবে ৮৪৪ একর জমি বেসরকারি ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন, যার ফলে জাতীয় কোষাগারে ২১৪ মিলিয়ন টাকার ক্ষতি হয়েছে। সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।