ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার তাণ্ডবে ভারতে ফের ৪ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২১
করোনার তাণ্ডবে ভারতে ফের ৪ হাজারের বেশি মৃত্যু

ঢাকা: দু’দিন বিরতির পর গত ২৪ ঘণ্টায় (রোববার) করোনাভাইরাসে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৩ লাখের কাছাকাছি।

এক সপ্তাহেই মহামারিতে প্রাণ হারিয়েছেন ২৮ হাজারের বেশি ভারতীয়।

অন্যদিকে, গেল সপ্তাহের তুলনায় সংক্রমণ শনাক্তের হার কমেছে ১৬ শতাংশ পর্যন্ত। মে মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ২৪ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মৃত্যু-সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে মহারাষ্ট্র।  

রোববার (১৬ মে) রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন ৯৭৪ জন। এরপরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং পুদুচেরি।

রাজধানী নয়াদিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় কিছুটা লাগাম টানা গেছে করোনা বিস্তারের। দু’লাখ ৮২ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হল করোনা। মোট সংক্রমিত আড়াই কোটির মতো।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।