ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মিয়ানমারে সেনা-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২০’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ৫, ২০২১
‘মিয়ানমারে সেনা-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২০’

মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে ‍অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।  

গত দুই মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর সংখ্যা।

 

এর আগে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রায় ৮৪৫ জন নিহত হয়েছে বলে একটি সক্রিয় কর্মী দল দাবি করেছে।  

তবে সামরিক জান্তা এই সংখ্যা নিয়ে বিতর্ক করেছে।

এক দশকের গণতান্ত্রিক সংস্কারের পর নির্বাচিত নেতা অং সান সু চিকে উৎখাত করার পর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ আরোপ করতে লড়াই চালিয়ে যাচ্ছে।  

শনিবার ভোরের আগে ইয়াঙ্গুনের প্রধান শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হ্যালেওয়েতে সংঘর্ষ শুরু হয়। সৈন্যরা সেখানে অস্ত্র খুঁজতে গিয়েছিলেন।  

স্থানীয়রা জানিয়েছেন, সৈন্যরা গ্রামবাসীদের ওপর হামলা শুরু করলে গ্রামবাসীরা গুলতি নিয়ে লড়াই করার চেষ্টা করেছিল।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।