ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

‘মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ৯, ২০২১
‘মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব’ সৌদি প্রিন্স সালমান

গত ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। আর সে কারণে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে দেশটি।

 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড এক নিবন্ধে এমন কথা বলেছে।  

রিচার্ড আটউড বলেছেন, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সৌদি আরব যা চেয়েছিল, তা পায়নি। রিয়াদের এই ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে।

তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। উল্টো তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনরোষ বাড়চে।  

ইয়েমেন পরিস্থিতি স্বাভাবিক করতে সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। কিন্তু কোনো কাজ হচ্ছে না। যুদ্ধের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।