ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে অস্ত্র পাচার বন্ধ করতে তালেবানের প্রতি সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
পাকিস্তানে অস্ত্র পাচার বন্ধ করতে তালেবানের প্রতি সতর্কতা 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাতার মিরজাকওয়াল সম্প্রতি পাকটিয়া প্রদেশ সফর করেন। সেখানে তিনি তালেবানদের সতর্ক করে বলেন, তারা যেন পাকিস্তানে সামরিক সরঞ্জাম পাচার বন্ধ করে।

 

আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তালেবান সন্ত্রাসীরা অসংখ্য সামরিক সরঞ্জাম এবং ট্যাঙ্ক দখল করে।  

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ সামরিক ট্যাংক পাকিস্তানে পাচার করতে চাইলে তাকে সরাসরি আফগান বিমান বাহিনী টার্গেট করবে।

তিনি আরও বলেন, তালেবানরা আফগানিস্তানের জাবুল প্রদেশের মাধ্যমে এই সামরিক ট্যাঙ্কগুলো পাকিস্তানে পাচার করছে।  

আফগান স্বাধীন স্থানীয় শাসন অধিদপ্তরের প্রধান শামীম খান কাটাওয়াজাইকে উদ্ধৃত করে খামা প্রেস জানিয়েছে, তালেবানরা যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম নিয়ে গেছে, তার প্রমাণ ও ফুটেজ রয়েছে।

তবে তালেবানরা অবশ্য ক্রমাগত এই দাবি প্রত্যাখ্যান করেছে।

মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে তালেবান এবং আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে ঘন ঘন সংঘর্ষ চলছে।  

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানভিত্তিক জিহাদি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জইশ) এবং লস্কর-ই-তাইয়িবা (এলইটি) আফগান জাতীয় বাহিনীর বিরুদ্ধে তালেবান গোষ্ঠীগুলির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।  

আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর তালেবানরা দেশটির বেশ কয়েকটি জেলা দখল করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।