ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফের ক্ষমতায় আবি আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
ফের ক্ষমতায় আবি আহমেদ আবি আহমেদ

বড় ব্যবধানে জয় পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এর মাধ্যমে আরও ৫ বছর ক্ষমতায় থাকছেন শান্তিতে নোবেলজয়ী এ রাষ্ট্রনেতা।

৪৩৬ আসনের মধ্যে ৪১০ আসনেই জয় পেয়েছে আবির প্রসপারিটি পার্টি।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অনিরাপত্তাসহ বিভিন্ন কারণে দেশটির ভোটারদের বড় একটি অংশ ভোট দিতে পারেননি।  

যুদ্ধবিধ্বস্ত টিগ্রে অঞ্চলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে বসবাস করছেন। আগামী ৬ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন এলাকায় আরেক দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে টিগ্রেতে কবে নির্বাচন হবে তা এখনো নিশ্চিত নয়।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।