ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আরো সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
করোনায় আরো সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরো সাড়ে ৮ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট ৪০ লাখ ৯১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো এই ভাইরাস।

আবারও দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে প্রায় দেড় হাজার মানুষ মৃত্যুবরণ করেন লাতিন দেশটিতে। ৪৫ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

এদিকে ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। দেশটির আরও ৫৪ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা।

এদিন রাশিয়ায় ৭৯৯, ভারতে ৫৬০ ও কলম্বিয়ায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।  
অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ২৮৭ জনের। বিশ্বে মোট শনাক্ত ১৯ কোটি ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।