ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে দুটির মধ্যে একটি কোম্পানি বায়ু দূষণকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
চীনে দুটির মধ্যে একটি কোম্পানি বায়ু দূষণকারী

চীনের পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি কলকারখানা পরিদর্শনের পর একটি প্রতিবেদন দিয়েছে। যাতে দেখা গেছে, চীনের প্রতি দুটি কোম্পানির মধ্যে একটিতে বায়ু দূষণের অসংখ্য সমস্যা আছে।

 

চীনের একটি প্রচার মাধ্যম ক্যাক্সিন পরিবেশ ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,  নিয়ন্ত্রকদের দ্বারা পরিদর্শন করা প্রতি দুটি চীনা কোম্পানির মধ্যে একটিতে বায়ু দূষণের অসংখ্য সমস্যা দেখা গেছে, যেখানে বিল্ডিং উপকরণ এবং রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল খাতে যারা রয়েছে, তারা সবচেয়ে বড় অপরাধী।  

মন্ত্রণালয় এই সপ্তাহের শুরুতে তার বিবৃতিতে বলেছে, মে মাসে ৩০টি শহরে পরিদর্শন করা ১,৫৮২টি কোম্পানির মধ্যে ৮৮২টিতে বায়ু দূষণ সম্পর্কিত মোট ১,৯৪০টি বিষয় পাওয়া গেছে।

বায়ু দূষণের কারণে মানুষ গুরুতর রোগে আক্রান্ত হতে পারে।

ফক্স নিউজের খবর অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম কার্বন উৎপাদক, এরপরই আছে যুক্তরাষ্ট্র।

লন্ডনভিত্তিক জ্বালানি ও জলবায়ু গবেষণা দল এম্বার-এর গবেষণার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন বিশ্বের কয়লা চালিত বিদ্যুতের অর্ধেকেরও বেশির (৫৩ শতাংশ) জন্য দায়ী, যা ২০১৫ সালে ছিল ৪৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।