ইসরায়েলের বানানো হ্যাকিং সফটওয়্যার পেগাসারের তালিকায় এবার দুবাই শাসকের দুই মেয়ের তথ্য পাওয়া গেছে।
ওই দুই রাজকন্যা যে মোবাইল নম্বর ব্যবহার করতেন সেটি রয়েছে পেগাসাসেস তালিকায়।
বুধবার (২১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দুবাইয়ের শাসকের কন্যা প্রিন্সেস লতিফা ও শাকসের প্রাক্তন স্ত্রীর কন্যা হায়া বিনতে আল হোসাইনের ব্যবহৃত মোবাইলফোন নম্বরও রয়েছে পেগাসাসের তালিকায়। তবে, তারা কি সরকারি কোনো সংস্থার টার্গেটে ছিলেন কিনা সেটি জানা যায়নি।
রাজকন্যা শুধু নন, বিশ্বের ৪৫ দেশের প্রভাবশালীদের নম্বরও রয়েছে ওই তালিকায়। সেই নম্বরের সংখ্যা ৫০ হাজারের অধিক। এটি নিয়ে এখন চাপে রয়েছে ইসরায়েল।
এদিকে এসব নম্বরগুলো নিয়ে কোনো ধরনের অন্যায় কিংবা অপতৎপরতা চালায়নি বলে দাবি করেছে ইসরায়েলের এনএসও গ্রুপ (পেগাসারের মালিক)।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতোমধ্যে ইসরায়েলের এনএসও গ্রুপের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।
সংস্থাটির মতে, পেগাসাস মানবাধিকার লঙ্ঘন করেছে।
এসব কর্মকাণ্ডের নাগাল টেনে ধরার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
ফাঁস হওয়া পেগাসাসের তালিকায় আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিভিন্ন দেশের ১৪ সরকার প্রধান।
এছাড়া এই তালিকায় আছেন ৩৪ দেশের কূটনীতিক, সামরিকপ্রধান ও জ্যেষ্ঠ রাজনীতিবিদেরাও।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুলাই ২০২১
এএটি