ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে হেরে ক্ষুব্ধ রাজা ফারুক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
পাক অধিকৃত কাশ্মীরে ভোটে হেরে ক্ষুব্ধ রাজা ফারুক 

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার সেখানকার জনগণকে তিরস্কার করেছেন। তিনি বলেছেন, জনগণের ক্রীতদাস মানসিকতার কারণেই তিনি হেরেছেন।

 

আরি নিউজ জানিয়েছে, রোববারের নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কাছে পরাজিত হওয়ার পর ক্ষুব্ধ হায়দার বলেন, গত ২৫০ বছর ধরে কাশ্মীরি জনগণ দাসত্বের মানসিকতায় বিপর্যস্ত।

পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভার মোট ৫৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৪৫ জন সরাসরি নির্বাচিত হয়েছেন। জিও নিউজের খবর অনুযায়ী, পিটিআই ২৪টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।  

এদিকে, পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ (পিএমএল-এন) সহ-রাষ্ট্রপতি মরিয়ম নাওয়াজ সরাসরি ফলাফল গ্রহণ করতে অস্বীকার করেছেন।

টুইটারে পিএমএল-এন-এর সহ-সভাপতি বলেছেন যে তার দল কঠোর লড়াই করেছে কিন্তু জালিয়াতি মোকাবেলা করা সহজ নয়।

তিনি টুইটারে লেখেন, ‘আমি ফলাফল গ্রহণ করিনি এবং করব ও না। আমি এই ভুয়া সরকারের ফলাফলও স্বীকার করিনি। কর্মী ও ভোটারদের অভিনন্দন। এই নির্লজ্জ জালিয়াতির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, দল শিগগিরই সিদ্ধান্ত নেবে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।