ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ঢাকা: ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, মরক্কো, মিসর ও সিরিয়ার নাগরিক।

 

রোববার (০১ আগস্ট) রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ জানায়, তিউনিসিয়ার উপকূলে ভাসতে থাকা কয়েকটি নৌকা থেকে এসব নাগরিকদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নাগরিকদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। তারা সবাই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছর ইউরোপে যাওয়ার উদ্দ্যেশ্যে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ১১০০ লোকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।