ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগর থেকে ব্রিটিশ জাহাজ বহিষ্কারের হুমকি চীনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
দক্ষিণ চীন সাগর থেকে ব্রিটিশ জাহাজ বহিষ্কারের হুমকি চীনের 

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বিগ লিজি আসায় বেইজিং ব্রিটিশ যুদ্ধজাহাজ 'বহিষ্কার' করার হুমকি দিয়েছে

বিতর্কিত জলসীমায় প্রবেশ করলে দক্ষিণ চীন সাগরের একটি অংশ থেকে ব্রিটিশ যুদ্ধজাহাজ বহিষ্কারের হুমকি দিয়েছে চীন।  

এইচএমএস রানী এলিজাবেথ এবং এর সঙ্গের জাহাজগুলো দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে।

 

মূলত শক্তি প্রদর্শনের জন্যই জাহাজগুলো সেখানে পাঠিয়েছে ব্রিটেন।  

চীনা রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, যে কোনও জাহাজ দ্বীপগুলির খুব কাছাকাছি চলে এলে তাদের 'বহিষ্কার' করা হবে।

এদিকে একজন চীনা শিক্ষাবিদ রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেছেন, চীন বন্ধুদের ওয়াইন দিয়ে স্বাগত জানায় কিন্তু চুক্তি করে বন্দুক নিয়ে নেকড়ের মতো।  

এইচএমএস রানী এলিজাবেথের নেতৃত্বে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে তার প্রথম মোতায়েনের অংশ হিসেবে বিশ্ব ভ্রমণে রয়েছে যা ব্রিটিশ নৌশক্তির সবচেয়ে বড় প্রদর্শনী বলে মনে করা হচ্ছে।  

জাহাজগুলি সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর দিয়ে লোহিত সাগরে যায়, তারপর ওমান থেকে ভারতে যায়। সেখানে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়।  

উত্তর দিকে দক্ষিণ চীন সাগরে যাওয়ার আগে এই সপ্তাহের শুরুতে জাহাজগুলো মালাক্কা প্রণালী হয়ে সিঙ্গাপুরে যাত্রা করে।  

ক্যারিয়ারটি তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করার পরিকল্পনা করেছে যা নিশ্চিতভাবে বেইজিংকে ক্ষুব্ধ করবে।

চীনের রাষ্ট্রীয় মুখপত্র গ্লোবাল টাইমস মঙ্গলবার জানিয়েছে, চীন একই সময়ে সমুদ্রে দুটি পৃথক সামরিক মহড়া পরিচালনা করবে। এ কারণে ব্রিটিশ জাহাজগুলিকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।  

দক্ষিণ চীন সাগর অতিক্রম করে ক্যারিয়ার গ্রুপ মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে ব্যায়াম বারসামা গোল্ডে অংশ নেবে।

 প্রায় ২৬,০০০ নটিক্যাল মাইলের যাত্রা চূড়ান্ত সমাপ্তি হবে জাপান এবং দক্ষিণ কোরিয়ায়।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।