ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে মন্ত্রীর বাড়িতে বন্দুকধারীর হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
কাবুলে মন্ত্রীর বাড়িতে বন্দুকধারীর হামলা, নিহত ৮

আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীরা প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন। হামলায় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এ সময় আট জন নিহত হয়েছেন।



বুধবার (৪ আগস্ট) এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।  এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি বাড়িতে ছিলেন না। ঘটনার পর বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলায় আট জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।

এ ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি টুইট করে জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।